হ্যালো ভাই/বোনেরা,

আসসালামু আলাইকুম।

আমরা আজকে টেলিগ্রাম থেকে কিভাবে ডলার ইনকাম করবেন না নিয়ে কথা বলবো।

টেলিগ্রাম থেকে ইনকাম করার বিভিন্ন উপায়ে রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর যেটা মানুষ বেশি ব্যবহার করে সেটা হচ্ছে টেলিগ্রাম বট ব্যবহার করে আয় করা। 

আরো পড়ুন

আপনিও সেটা করতে পারেন খুবই সহজ ভাবে । 

আর বাকি উপায় গুলো অন্য একদিন পোষ্ট করা হবে । 

নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো কীভাবে বট দিয়ে ইনকাম করা যায়

ধাপ ১: টেলিগ্রামে বোট তৈরি করা -

টেলিগ্রামে, কোন চ্যাটে ঢুকুন যেখানে আপনি নতুন বোট তৈরি করতে চান।

চ্যাটে, নিজেরা সামনে /newbot লিখুন এবং Enter চাপুন।

এরপর আপনার বোটের নাম দিয়ে Enter চাপুন। উদাহরণস্বরূপ: "MyAwesomeBot".পরবর্তীতে, আপনার বোটের ইউজারনেম লিখুন এবং Enter চাপুন। ইউজারনেম টি অবশ্যই অংক এবং বাংলা, সাংখ্যিক চরিত্র নিতে পারে না।এখন আপনার বোট তৈরি হয়েছে এবং আপনি একটি অ্যাক্সেস টোকেন পেয়েছেন। এই অ্যাক্সেস টোকেনটি ব্যবহার করে আপনার বোটকে কাস্টমাইজ করতে পারেন।

ধাপ ২: বোট কাস্টমাইজেশন -

বোট তৈরি হওয়ার পরে, আপনার বোটের সঙ্গে সংযুক্ত হতে হবে। আপনি আপনার বোটের কাস্টমাইজেশন প্রস্তুত করতে পারেন এবং তা আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করতে পারেন।বোট বানানোর জন্য সহায়তা পেতে আপনি টেলিগ্রাম বোট প্ল্যাটফর্মের ডকুমেন্টেশন দেখতে পারেন: Telegram Bot API 

ধাপ ৩: বোট ইনকাম করার উপায় -

আপনার বোটে কোন সেবা অফার করে এবং ব্যবহারকারীদের প্রয়োজনীয় সহায়তা দেয়।ইনকাম প্রাপ্তির জন্য, ব্যবহারকারীদের একটি ফি পরিশোধ করা প্রয়োজন। আপনি বোটের মাধ্যমে সার্ভিস প্রদানের জন্য কোনও মেশিন বা সার্ভার ব্যবহার করতে পারেন এবং ব্যবহারকারীদের প্রতি প্রতি কাস্টমার সেবা প্রদান করতে পারেন।


এভাবে আপনিও আয় শুরু করতে পারেন।

ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য। এমন আরও টিপস এন্ড ট্রিকস এর কোন আমার ওয়েবসাইট টা ফলো দিয়ে রাখতে পারেন।